Archive for the ‘পুথি’ Category

বন্দনাঃ প্রথমে বন্দিগো আমি……

 

বিবেকঃ থাম! কিসের বন্দনা? এখানে আজ কোন বন্দনা হবে না। হবে চিৎকার, প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল, মিটিং। যেখানে লুন্ঠিত আমার মা, সেখানে কিসের বন্দনা?

দোহারঃ ঠিক, ঠিক, ঠিক…

 

বলি ভাই বলে যাই আজব ঘটনা

নিজের মায়েরে লুন্ঠন করে কুলাঙ্গার সন্তানেরা

তারা মিলাইছে হাত।।

কনকো বেজাত, কনকো ফিলিপস নাম

ব্যাবসার নামে লুঠবে এদেশ

আছে যে দূর্নাম, সারা জগত জুড়ে।।

 

বিবেকঃ সারা বিশ্ব জুড়ে কনকো ফিলিপস এক ভাইরাসের নাম, এরা শুধু দেশের প্রাকৃতিক সম্পদ শুষে নেয় না, চুষেও নেয়, আবার বমিও করে। এরা নষ্ট করে না কেবল ধবংসও করে। এরা পিশাচ। মানব সভ্যতার এক মরণ ঘাতক।

 

আ আ আ রে চায়না দেশে কয়দিন আগে

ঘটাইছে আকাম

তেলে পাইপ লিক করে, সারসে দেশের কাম

এই সেই কনকো ফিলিপস।।

আমেরিকায় খাইছে একখান কেস

খোলসের আড়ালেতে বিষধরের লেজ

বলি ও ভাই সাবধান।।

কনকো যে নাম

আমরিকার ব্যোলিংহামে

গ্যাসে পাইপ ফাটাইছিলো দুইহাজার এগারো সালে

ঘটনা আরো আছে।।

সাল দুই হাজার আটে দসন ফিলিকে

এরপর আলাস্কাতে।।

একই সালে ঘতায় একই কাম

ভুলবেন না ভাই মনের ভুলেও

কনকো ফিলিপস এর নাম

আরো বলার আছে।।

প্লাইমাউথে ফাটে তেলের ট্যাং

এসব শুনে ইচ্ছা করে ভাঙতে তাদের ঠ্যাং

তাতে কি যায় আসে?।।

 

বিবেকঃ তাতে তাদের কিছুই যায় আসে না। তারা নির্বাক, তাদের জীব আছে স্বাদ গ্রহন করার জন্য, ঠোট আছে, ঘরে বাইরে চুমু খাওয়ার জন্য, তাদের নাক আছে ফ্রান্সের সুরভীর জন্য, তাদের চোখ আছে হিন্দী সিরিয়াল দেখার জন্য, তাদের মাথা আছে (আছে নাকি, শিওর না), তাদের হাত আছে কচলানোর জন্য, তাদের পাছা আছে বিলেতি গাড়ির সিটে বসার জন্য, তাদের পা আছে দেশের কপালে লাথি মারা জন্য… তারা বুদ্ধিজীবি ও তারা রাজনীতিবিদ…)

 

আ আ আ রে বুদ্ধি আছেই বলে তাদের বুদ্ধিজীবি কন

সকাল বিকেল ঘটে তাদের পদখলন

একজন তামিম ভাইয়া।।

ভোল পাল্টাইয়া করেন সুপারিশ

ভাবলেন না বাঁচবে কেমনে আপনার ওয়ারিশ

বলেন মুয়ার কথন।।

বন্ধ সুবিদের ফোন

ধরেন মিয়া ছালামত

কার ফোন কে ধরে কিসের আলামত

“ওস্তাদ রেস্টে আছেন”।

বিবেকঃ দেশ আমার ছারখার, তাদের এখন রেস্ট দরকার?

আ আ আ রে দেশ নেতা ও হাছিনা

বলি আপনারে

দেখেন কেবল পাঁচ বছর নিজ দুইচোখে

এ কেমন দূর দেখা?।।

দেশের কথা কথা ভাবেন দিবা নিশি?

দেশ তো নয় আপনাদের তেলেরও শিশি

দেশ জনগনের।।

সম্পদের চায় সুষ্ঠু বন্টন

চুক্তির নামে পকেট ভরবেন সে আশা ঠনঠন

হিসাব দিতে হবে।।

টোকাই রা সব হাজারে হাজার

দেশ মাকে বাচাতে জেগেছে আবার

এটা নাইজেরিয়া না।।

হবেও না, শপথ রক্ত ঝরাবার

৫২, ৭১ গেছে ঝরবে আবার

বুকে থাকতে প্রাণ।।

গেয়ে গান নিতেছি বিদায়

মার সন্মান করবে আদায়

জেগেছে টোকাই, এই সোনার বাংলায়।।